সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার করে জাতীয় সংসদে আইন পাসের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রোববার (১৪ জুলাই) বেলা আড়াইটার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে তাদের দাবি দাওয়া সংবলিত স্মারকলিপিটি পেশ করেন।
শিক্ষার্থী প্রতিনিধিদলে ছিলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরান নিসা।
এর আগে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী বঙ্গভবনের দিকে এগিয়ে যান। এ সময় পুলিশ বাধা দিতে আসলেও তা উপেক্ষা করেই এগিয়ে যান আন্দোলনরতরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী বঙ্গভবনের দিকে এগিয়ে যান। এ সময় পুলিশ বাধা দিতে আসলেও তা উপেক্ষা করেই এগিয়ে যান আন্দোলনরতরা।