খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর অভিযান চলমান অবস্থায় ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয় কংচাই ঞো মারমা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে শান্তিনগরের বাসিন্দা সুজিত দে এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযান চলা অবস্থায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন মগ লিবারেশন পার্টির ফাঁকা গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে দুতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিছে পড়ে আহত হয়ে কংচাই ঞো মারমার (৩১) মৃত্যু হয়েছে।
মৃত কংচাই ঞো মারমা আঞ্চলিক সংগঠন মগ লিবারেশন পার্টির একজন কমান্ডার বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সে মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। তিনি পরিবার নিয়ে শান্তিনগরের ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্থানীয়রা জানান, সেনাবাহিনী খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাই ঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দুতলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, সকাল ১০টার পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে পড়ে গিয়ে প্রাপ্ত আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।
তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
পড়ুন: খাগড়াছড়ি জেলা হেফাজতে ইসলামের কমিটি গঠনের পরপরই ১৮ নেতার পদত্যাগ
এস/


