মাদারীপুরে ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে গণভোজনের আয়োজন করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।গণভোজ খাওয়া অবস্থায় পুলিশ হাতেনাতে আটক করেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু,খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর ইসলাম খোকন শরিফ,বাদল শিকদার।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের ইটেরপুল এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান,১৫ ই আগস্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজনের আয়োজন করেছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ।পরে সেখানে গণভোজ খাওয়া অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিরা পুলিশের টের পেয়ে পালিয়ে গিয়াছে । এদিকে পুলিশ জানান,তারা নিষিদ্ধ হয়ে দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করার লক্ষ্যে এই আয়োজন করেছিল।দেশে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান আমাদের অব্যাহত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম যেখাবনে নিষিদ্ধ। সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পড়ুন : মাদারীপুরে সাধুদের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ


