১৫/০১/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় পৌরশহরের রাধানগর আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নারী-পুরুষ ও শিশু বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ঢাক-ঢোল, করতাল বাজিয়ে এবং হরিনাম সংকীর্তন করতে করতে মন্দিরে সমবেত হয়।

র‌্যালির নিরাপত্তা দায়িত্বে ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

র‌্যালিতে অংশ নেন রাধামাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ ,আসন্ন সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ডা. ভজন দেব, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি হিরালাল সাহা, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, পরিমল সাহা প্রমুখ।

রাধামাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। রাতে পূজা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ও ভোগ আরতি অনুষ্ঠিত হবে।

পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

দেখুন: খুলনা থেকে শুরু হলো স্বপ্নের ট্রেন যাত্রা, নড়াইলবাসীর উচ্ছ্বাস

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন