“মাছ চাষে সমৃদ্ধি, দেশে বাড়ে অর্থনীতি”—এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতীশ দর্শী চাকমা। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম ও বীরমুক্তিযোদ্ধা বাহার মালদার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের উদ্যোগে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাদ্যে পুষ্টি সরবরাহের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পড়ুন: চাকরি পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ
দেখুন: মাদারীপুরে আন্দোলনে নি*হত তাওহীদের পরিবার শহীদ স্বীকৃতি চান |
ইম/


