মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া স্ট্যান্ডে দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির সাংবাদিক কামরুল ইসলামের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৮-আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে এ হামলায় তিনি গুরুতর আহত হন।
আহত সাংবাদিক কামরুল ইসলাম (৪৯), মৃত চুনু মিয়ার ছেলে, বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার পর সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে ১০-১২ জন সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি রামদা লোহার রড দিয়ে আঘাত করে। লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, হামলার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে—“হারুন শিকদারের বিরুদ্ধে কেন ফেসবুকে পোস্ট দিস? আবার পোস্ট দিলে লাশ গুম করে ফেলবো।” এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন:মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত


