১৪/০১/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানি : আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

কক্সবাজারে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী এলিজাবেথ হেলটন কিম্মেল প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হলে কক্সবাজার সার্কিট হাউস এলাকায় তারিকুল ইসলাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। ঘটনার পরদিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

এরপর ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৮ মার্চ চার্জগঠন শেষে ২১ মার্চ থেকে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে ১ বছরে জব্দ ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন