কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলায় নিহতদের গায়েবানা জানাজা ও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানে।
ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহে কফিন মিছিল ও গায়েবানা জানাজা করেছে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গায়েবি জানাজা ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বিএনপি। এছাড়া টাঙ্গাইলেও গায়েবানা জানাজা হয়। এদিকে রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে।