১৫/০১/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিছু নাবালক দলের নেতাকর্মী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : খোকন

কিছু নাবালক দলের নেতাকর্মী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আসিনুর রহমান খোকন তালুকদার বলেন, বর্তমান সময়ে দেখা যায়, কিছু নাবালক দল, অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন সংগ্রামের যতটুকু বয়স, তা তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে কথা বলতে হবে। বাচ্চা হওয়ায় প্রথমে তাদের মাফ করে দেয়া হয়েছে কিন্তু এখন পাগল হলে তাদের আর মাফ করা হবে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসন আমলে গণতন্ত্রের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তারা এসব উপদেষ্টাদের পাঁচ বছর ক্ষমতার রাখার জন্যে জীবন দেয়নি। তাদের মাথায় তুলে রাখার জন্যেও জীবন উৎসর্গ করেনি। তাই নির্বাচন নিয়ে তালবাহনা করবেন না। অনেক হয়েছে, এখন নির্বাচনমুখী কথা বলেন। না হলে ছাড় দেয়া হবে না।

স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার।

সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন