১৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া নাটোরের রইস উদ্দিনের বাড়িতে অপু

কোরবানিতে উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরু বিক্রি করতে এসেছিলেন নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন। জাল টাকায় প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। জাল টাকা হাতে তার কান্নার দৃশ্য অনেককেই ব্যথিত করেছিল সেদিন। নাটোরের সেই রইস উদ্দিনের পাশে দাঁড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। রইস উদ্দিনকে নিজ খরচে ওমরাহ পালনে পাঠান তিনি। পবিত্র ওমরাহ পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন রইস উদ্দিন। নিজ গ্রামের বাড়িতে অপু বিশ্বাসকে দাওয়াত দেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) অপু বিশ্বাস নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে দেখা যায়, অপু বিশ্বাসের আগমনে বেশ খুশি রইস উদ্দিন। চিত্রনায়িকাকে দেখতে আশপাশের গ্রাম থেকেও আসেন অনেকে। শেয়ার করা লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, রইস উদ্দিন চাচার সঙ্গে সাক্ষাৎ। লাইভের কমেন্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাসকে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদে নাটোরের পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন গরু বিক্রি করতে এসেছিলেন উত্তরার দিয়াবাড়ি হাটে। গরু বিক্রির পর দেখেন ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল। এ ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নগদ টাকা প্রদান করে রইস উদ্দিনের পাশে দাঁড়ায়। এরপর এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন অপু বিশ্বাস। গত ২৫ জুলাই পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যান রইস উদ্দিন। আজ সেই কৃষকের ঘরেই অতিথি হয়ে আসেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন