গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩), নিহত আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যা সন্তান আন্নি খাতুন।
নিহতের চাচা মেহের আলী জানান, “আমার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল গ্রুপে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শশুড় বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হয়।
সকাল আনুমানিক ১০টার দিকে গাজিপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছলে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়। নিহত তিনজনের মরদেহ বর্তমানে ঢাকার আশুলিয়ায় ভাতিজার শশুড় বাড়িতে রাখা হয়েছে। সেখানে জানাযা শেষে রাতেই তাদের গ্রামের বাড়ি গুরুদাসপুরের উদ্দেশ্যে রওনা হবে।
বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, “দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে।”
পড়ুন: কিছু নাবালক দলের নেতাকর্মী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : খোকন
এস/


