কোটা আন্দোলনের রেশ পড়েছে পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতেও। মহাসড়ক অবরোধ করায়, বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ ছিলো দুই ঘণ্টা। পদ্মা সেতুতে চলাচল বিঘ্নিত হয়েছে আধা ঘণ্টার মতো।
সকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ঘস্তাঘস্তি হয়। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়লে, অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সেতুর দুই পাশে দেখা যায় ১০ কিলোমিটার যানজট। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা।