স্কুলে চুরি করতে বাধা দেওয়ায় আব্দুস ছালাম (৬০) নামে এক নৈশ প্রহরীকে ছুরিকাঘাত করা হয়। বুধবার (১৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সালামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পবিত্র আশুরা উপলক্ষে বুধবার বিদ্যালয় বন্ধ ছিল। সকাল নয় টার দিকে এক চোর স্কুল ভবনের দু’তলায় উঠে চুরি করার চেষ্টা করে। এসময় নৈশ প্রহরী ছালাম তাকে দু’তলায় উঠার কারণ জিজ্ঞাসা করলে চোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । নৈশ প্রহরী ছালামের আত্মচিৎকারে স্থানীয় লোকজন চোরকে আটক করে। আটক চোরের নাম আমিন। তার বাড়ি ভোলার চরফ্যাসান উপজেলার ওসমানগঞ্জ গ্রামে। সে ওই গ্রামের আলামিন মোল্লার ছেলে। পরে উত্তম-মাধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফুর রহমান জানান, আহত ব্যক্তির পিঠে ধারালো বস্তুর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে চোরকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।