ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। হয়েছে গায়েবানা জানাজা ও কফিন মিছিল। তবে, সংঘর্ষে মিছিল পণ্ড হয়ে গেছে। এখনো টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থমথমে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও আনসার। হলগুলো থেকে বের করে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।
দিনভর থেমে থেমে দফায় দফায় চলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ।
বিকাল ৪টার দিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ফুলার রোড দিয়ে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মিছিল লক্ষ করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল লাঠিসোটা নিয়ে টিএসসি এলাকায় প্রবেশ করলে, বেশকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে, তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি নিয়ে কথা বলতে গেলে তাদের একজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকা থেকে ক্যাম্পাসে প্রবেশ করে বিজিবি ও পুলিশের সাজোয়াঁ যান।
উদ্ভুত পরিস্থিতিতে বসে ঢাবির সিন্ডিকেট সভা। সভা শেষে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের।
অনেক শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা গেলেও বেশিরভাগ শিক্ষার্থী ছাড়েনি হল।