১৫/০১/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না : খোকন

আসছে ফেব্রুয়ারি মাসে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বুধবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মাধবদী শহরে এক বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১৯ আগস্ট ২০২৫, “গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫ বছর” শ্লোগানকে সামনে রেখে মাধবদী এসপি স্কুল মাঠে আলোচনা সভা শেষে এ র‌্যালির আয়োজন করে মাধবদী থানা ও মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দল।

এ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইলতুৎমিস সওদাগর এ্যানী। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভি.পি নাসির। সভাপতিত্ব করেন মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়েরুল ইসলাম।

মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মোল্লা এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভূইয়ার সঞ্চালনায় সভা শেষে বর্ণাঢ্য র‌্যালিটি মাধবদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাচ্যের ম্যানচেস্টার মোড়ে গিয়ে শেষ হয়।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আরও বলেন, “আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, তাহমিদ ও মাধবদীর সুমন-শাওনসহ যারা জীবন দিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। যারা গোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা কোনো লাভ পাবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামি ভোটও হয়েছে কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

বিজ্ঞাপন

পড়ুন : সন্ত্রাসবিরোধী মামলায় নরসিংদীর মাধবদীতে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন