১৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী(৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ২০ আগস্ট বুধবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবসার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে আবদুল ওহাব তার মোটরসাইকেলে করে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে যাচ্ছিলেন। পথে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের নিকট পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসঙ্গে ধাক্কা দেয়া ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন:জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া নাটোরের রইস উদ্দিনের বাড়িতে অপু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন