১৪/০১/২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে তেতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল আটক

পঞ্চগড়ের তেতুলিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে উপজেলা প্রশাসন৷ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর গনাগছ এলাকায় করতোয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এ সময় করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ পাঁচটি ড্রেজার মেশিন,পাম্প,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধুরা চক্রের সদস্যরা৷পরে মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,অভিযানে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

দেখুন: ডিসি সম্মেলনে যা বললেন প্রধান উপদেষ্টা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন