কোটা আন্দোলনকে বিএনপি-জামায়াত ঢাল হিসেবে ব্যবহার করছে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কোটাবিরোধী আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের নেই এটা বিএনপি জামায়াতের একটা নিরাপদ ঢালে হিসেবে ব্যাবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতেএক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ভিসি,প্রক্টর কে অবরুদ্ধ মধ্যরাতে আগুন লাগানো এসব কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ নয় বরং পলাতক নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির ক্যাডার বাহিনী ছদ্মবেশে এসব করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের । বলেন ছাত্রলীগ ও আওয়ামীলীগের যে সকল নেতাকর্মীদের সাথে নির্যাতনের ঘটনা ঘটেছে তার সুরাহা হবে সেইসাথে আওয়ামীপন্থী সকল দলকে ঐক্যবদ্ধ থেকে সক্রিয়ভাবে রাহাজানিমূলক কর্মকান্ড রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।