রাজধানীতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে নগরীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। কিছু ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা থাকলেও বাসের সংখ্যা খুবই কম। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বহু বছরেও এমন কর্মসূচি চোখে পড়েনি রাজধানীবাসীর। বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ। নগরীর বাদবাকি এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা।
ভয়ভীতি আর আশংকা ছিল মানুষের মধ্যে। সীমিত কিছু সিএনজি ও ব্যক্তিগত গাড়ী চলাচল করলেও গণপরিবহন ছিল না বললেই চলে।
ভোগান্তি হয় কর্মজীবী মানুষের। সবার দাবি, শান্তিপূর্ণ সমাধান।
রাজধানীর অনেক এলাকায় আজ দোকানপাট বন্ধ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের।
শিক্ষার্থীদের কর্মসূচিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমর্থন থাকলেও প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি তাদের।