21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অগ্নিসংযোগের শিকার মেট্রোরেল স্টেশনটিও ঘুরে দেখেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মেট্রোরেলসহ বিভিন্ন স্থাপনার নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, দেশের মানুষই এমন ক্ষতি করেছে তা নিজেও বিশ্বাস করতে পারছেন না বলে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নাশকতা চালিয়েছে। সময়ের আগেই মেট্রোরেলের কাজ শেষ করা হয়েছে, যেন মানুষ যাতায়াতে স্বস্তি পায়। কিন্তু সেই মেট্রোরেলের উপরে এত আক্রোশ কেন, এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

এসময় মানুষের জীবনমান উন্নয়নে স্বস্তি দেয় এমন স্থাপনার উপর এমন হামলার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন