25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিটিভি ভবনের ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেছেন। এবং রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ বিটিভির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়াও রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রামপুরার বিটিভির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিটিভি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন