সকালে তীব্র যানজট, দুপুরে স্বস্তি, বিকেলে ভোগান্তি, সন্ধ্যায় নির্জনতা, মোটাদাগে এমনই রাজধানীর কারফিউয়ের দিনগুলো। ৯ ঘণ্টার শিথিল সময়ে কম যাত্রী নিয়েই রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। যাত্রীরা বলছেন, আতঙ্ক নিয়েই গন্তব্যে যাচ্ছেন তারা।
চিরচেনা রাজধানী ফিরেছে তার স্বরুপে। যদিও মানুষের মাঝে আছে চাপা আতঙ্ক, আছে যানজটও।
কারফিউ শিথিল, তাই সেনাবাহিনীর টহল নেই বললেই চলে। নেই তল্লাশির বাড়াবাড়িও।
কারফিউ শিথিল সময়ে অর্থাৎ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫ পর্যন্ত রাজধানী ছেড়ে বিভিন্ন জেলার বাস ছেড়ে যাচ্ছে। তবে নেই যাত্রীর চাপ।
যাত্রীরা বলছেন, গন্তব্যে যাচ্ছেন আতঙ্ক নিয়ে।
বাস মালিকরা বলছেন, লোকসানে পড়ছেন তারা। সন্ধ্যার পরও কারফিউ শিথিল করার দাবি তাদের।