১৫/০১/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১% জনগণও জানে না পিআর কী: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘১% জনগণও জানে না পিআর কী। অনেক নেতাও এসব বুঝে না। জনগণ মার্কা ও দল দেখে ভোট দেবে। কিন্তু যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছে—তারা আসতে পারবে না। তখন সেখানে আরও স্বৈরাচার হবে, আরও ফ্যাসিস্ট হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর পদ্ধতিতে হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।’

মঙ্গলবার(২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা ও দল না—ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে এলে পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায় সমস্ত দায়ভার তাদের নিতে হবে। যাদের দাফন-কাফন হয়ে গেছে, তাদের রাজনীতির সুযোগ করে দিলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল, হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন:যশোরের শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা,পুরুষাঙ্গ কর্তন অবশেষে আসামি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন