সরকার পতনে জাতীয় ঐক্যর ডাক দিয়েছে বিএনপি। এই ডাকে দুই-একটি দল বিবৃতি দিয়ে সম্মতি জানালেও, বাম জোটগুলো সময় নিচ্ছে। সাড়া নেই তাঁদের প্রধান মিত্র জামায়াতেরও। তবে আলোচনা চলছে, শিগগিরই আসতে পারে জাতীয় ঐক্যের যৌথ বিবৃতি ও কর্মসূচি।
দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকে বেগবান করতে গেল শুক্রবার বিএনপির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সমমনা দলগুলোকে জাতীয় ঐক্যর ডাক দেয়।
দলীয় সূত্র বলছে দেশের ক্রান্তিকালে বড় রাজনৈতিক দল হিসেবে এ ঐক্যর আহবান জানিয়েছেন তারা।
দলটির নেতারা ক্যামেরার সামনে কথা না বলতে না চাইলেও জানান, সবার সাথে আলোচনা হচ্ছে। সবাই মিলে একটা বিবৃতি দেবেন শীগ্রই। অভিন্ন কর্মসুচি নিয়ে মাঠে থাকবেন সবাই।
তবে বিএনপির এ আহবানে এখন পযর্ন্ত বিবৃতি দিয়ে সম্মতি দিয়েছেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয়তাবাদী সমমনা জোট। জাতীয় ঐক্যে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
তবে বাম গনতান্ত্রিক জোটগুলোর সূত্র বলছে জামায়াতকে সঙ্গে নেবার কারণে তারা কিছুটা সময় নিচ্ছেন। খোদ জামায়াতে পক্ষ থেকে এখনও কোন সাড়া মেলেনি।
তবে বিএনপি বলছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে জাতীয় ঐক্যে আনার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। আর বাম দলগুলো তাদের এ ঐক্যে না আসলেও আলাদা ভাবে মাঠে থাকবেন বলে আশা করেন তারা।