কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় হচ্ছে বিশেষ প্রার্থনা। দিনভর জাতীয় পতাকা থাকছে অর্ধনমিত।
রাজধানীর বায়তুল মোকাররমে নামাজের পর বিশেষ দোয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে করা হয়েছে মোনাজাত ও মিলাদের ব্যাবস্থা।
নিহতদের স্মরণে টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয় ছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শোক পালিত হচ্ছে। এবারের আন্দোলন ঘিরে সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।