17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আগামীকাল থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে দেশের সরকারি-বেসরকারি সব অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম। আজ মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার।

কারফিউ জারি হওয়ায় ২১ জুলাই থেকে  গত রোববার থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কমিয়ে দেওয়া হয়েছিল কর্মঘণ্টা। এর মধ্যে আজ অফিসের সময়সূচি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন করে বিজ্ঞপ্তি দিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন