কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশজুড়ে পালন হচ্ছে শোক। পুলিশ বলছে, নিহতের ঘটনায় এখন পর্যন্ত রাজধানীতে ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে দাঁড়াতে দেয়নি পুলিশ।
সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশজুড়ে পালন হচ্ছে শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বুকে কালো ব্যাজ ধারণসহ বিশেষ প্রার্থনা হয়েছে।
সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ‘অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?’ শিরোনামে মৌন অবস্থান কর্মসূচি হওয়ার কথা ছিল। অভিভাবকরা সেখান জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
অভিভাবকরা এ সময় সাংবাদিকদের সাথে কথা বলতে চাইলে, তাদেরকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পুলিশ।
এদিকে সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না বলেও দাবি পুলিশের।