কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম ফরহাদ হোসেন (২০)। তিনি উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন। তার সঙ্গে একই পেশায় যুক্ত ছিলেন পার্শ্ববর্তী বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রবিউলের ছেলে মাহফুজ।
সোমবার লক্ষণপুর বাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাহফুজ হাতে থাকা রড দিয়ে ফরহাদের বুক বিদ্ধ করে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, লক্ষণপুর বাজারে এক যুবকের হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: কুমিল্লায় গৃহবধূ হত্যায় প্রতিবেশীর যাবজ্জীবন
এস/


