নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় এক স্ত্রী ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা ওই নারী পুলিশের হাতে আটক হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।
জানা যায়, আহত স্বামী মো. হাসান মোল্লা (২৮) ওই এলাকার শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। প্রতিদিনের মতো গাড়ির ডিউটি শেষে মঙ্গলবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।
হঠাৎ হাসানের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তার স্বজনরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্ত্রী তানিয়া আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “ঘাতক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো লিখিত অভিযোগের ভ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানাতে পারেনি কেউ। পুলিশ বলছে, ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, দাম্পত্য কলহের সমাধান হওয়া উচিত পারিবারিক বা আইনি পথে। কিন্তু এমন ভয়ংকর ঘটনার মাধ্যমে সমাধান নয়।
পড়ুন: পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা
দেখুন: বিষাক্ত রাসায়নিক ট্যাবলেট খেয়ে পরপারে পাড়ি জমালেন স্কুল শিক্ষক |
ইম/


