১৫/০১/২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‎লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫” উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাট শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎আজকের দিনের প্রথম ম্যাচের খেলায় লালমনিরহাট পৌর বিএনপি ও হাতীবান্ধা উপজেলা বিএনপি অংশ নেয়। খেলায় লালমনিরহাট পৌর বিএনপি ৫-২ গোলের ব্যবধানে জয়লাভ করে।

‎জেলা বিএনপি সূত্র জানায়, এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে ধাপে ধাপে খেলাগুলো সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন:লালমনিরহাট সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইনের আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন