জামালপুরের ইসলামপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভা শেষে এক বিশাল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে পথসভায় রূপ নেয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে নতুন করে নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ মাঠ থেকে বটতলা পর্যন্ত পুরো শহর ছিল নেতাকর্মীদের স্লোগান, ব্যানার-পোস্টার ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

