18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বার সভাপতি-সম্পাদকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কোটা আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে করেছেন বার সভাপতি ও সম্পাদক। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা হট্টগোল করেন। ডিবি অফিসকে নির্যাতনের আখড়া মন্তব্য করেন বার সভাপতি। আর সম্পাদক, বিএনপি-জামায়াতের অপরাজনীতি বন্ধ করতে বলেন।

বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর পরিস্থিতি যখন কিছুটা শান্ত, তখন দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যায় সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন বার সভাপতি ও সম্পাদক।

সংবাদ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে দেখা দেয় হট্টগোল।

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন ডিবি অফিসকে নির্যাতনের আখড়া বলে মন্তব্য করেন।

আর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, কোটা ইস্যুতে সরকার পতনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে।

ধ্বংসযজ্ঞ নিয়ে ২৬৪টি মামলা হয়েছে বিভিন্ন আইনে। সিআরপিসি অনুয়ায়ী তদন্ত করে এসব মামলায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান বার সম্পাদক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন