সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতকে নিষিদ্ধ করে জঙ্গি হিসেবে মোকাবিলা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শোকের মাস আগস্টের আলোচনা সভায় তিনি একথা জানান। এসময় শিক্ষার্থীদের আন্দোলনে জ্ঞানী-গুণীদের সমর্থন নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, যারা নিহত তাদের স্বজনদের কষ্ট কেউ না বুঝলেও প্রধানমন্ত্রী বোঝেন।
শোকের মাস আগস্ট, মাসব্যাপী আয়োজনের প্রথম দিনেই কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান আলোচনা ও দোয়া মাহফিল। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মরণ করেন, শোকাবহ আগস্টের নির্মম ঘটনা। উল্লেখ করেন পরিবার হারানোর নিদারুণ যন্ত্রণার কথা। নেতাকর্মীদের সামনে তুলে ধরেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। বলেন, স্বজন হারানোর কষ্ট তাঁর চেয়ে আর কেউ বা ভাল উপলব্ধি করতে পারে।
আন্দোলনকারীদের সমর্থন দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। তা নিয়েও প্রশ্ন তুলেন সরকার প্রধান।
বঙ্গবন্ধু কন্যা বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কোন কৌশলে তাদের মোকাবেলা করা হবে, জানান সে কথাও।
শোক পালন করার পাশাপাশি নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বলেন, পৃথিবী ছাড়ার সময় কিছুই সাথে নেয়া যায় না।