১৫/০১/২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি : ব্যারিষ্টার কামাল

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আগামি সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি। কেননা এই ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে র‍্যালী পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ মামুনের উপস্থাপনায় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বড়পুলের পূর্বপাড়ে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দারসহ দলীয় নেতবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাকির মুন্সী, নুরু মুন্সী, বিএনপি নেতা মোস্তাফিজ মেম্বার, শামিম, শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আজাদ কাশারি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন সবুজ, পৌর যুবদল নেতা শাহআলম ভুট্ট, আবুল বাসার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন দিদার, যুবদল নেতা আল-আমিন, কাদের, ইব্রাহিম, শাওন, মেহেদি, মোফাসেল, ছাত্রনেতা সুমন, হাসানসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ।

এদিন হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীটি বের হয়ে শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পূর্ব বাজারস্থ বড়পুলের পূর্বপাড়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে চালু হলো মাদক বিরোধী অভিযোগ বক্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন