কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে টানা ১৪ দিন বন্ধ থাকার পর, সকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকাসহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করছে। তবে, যাত্রী দেখা গেছে কম।
গত ১৮ জুলাই দুপুর থেকে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলপথ মন্ত্রণালয়। অবশেষে, স্বল্প দূরত্বে হলেও ট্রেনের চাকা ঘুরছে। আন্তঃনগর ট্রেন কবে থেকে চলবে, তা এখনো অনিশ্চিত।