গাজীপুর তিনসড়ক এলাকায় পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ডিবির এক ওসি নিহত হয়েছে। এ ঘটনায় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টার টার দিকে।
নিহত ওই ওসির নাম মোস্তাফিজ হাসান। তিনি রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং নওগাঁ জেলার ডিবি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্বরত ছিলেন। দূর্ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান- রাতে তারা স্বামী-স্ত্রী পুলিশ লাইনের সামনে তাদের নিজস্ব ব্যবহৃত প্রাইভেটকার রেখে রাস্তার অন্য পাশের দোকানে যান এবং সেখান থেকে রাস্তা পাড় হয়ে গাড়ির কাছে আসার সময় পথের সাথী নামক একটি বাস তাদের চাপা দেয়। এসময় তাদেরকে হাসপাতালে আনা হলে ডাক্তার মোস্তাফিজ হাসানলে মৃত ঘোষনা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: রাজধানীর বনশ্রীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
দেখুন: গাজায় খাবারের অপেক্ষায় দাঁড়ানো ৩৪ জনসহ ১১০ ফিলিস্তিনি নি/হ/ত |
ইম/


