মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন—সাইদুল মাদবর (৪৫), মঞ্জু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজু সরকার (৬৫) ও শরীফ মাদবর (৬৫)।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, আহতদের মধ্যে চারজনকে ঢাকায় রেফার করা হয়েছে। তাদের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে তা ককটেলের প্লেটও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অন্যদিকে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, গত বুধবার একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগার জেরে এ বিরোধের সূত্রপাত হয়। উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ ঘটে।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত নয়, তবে ককটেল বিস্ফোরণে ৩-৪ জন আহত হয়েছেন। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা
পড়ুন: গাজীপুরে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি নিহত
দেখুন: ইসরায়েলের হু/ম/কি/তেও ভয় পাচ্ছেনা হা/মা/স! |
ইম/


