১৫/০১/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, তাদের ষড়যন্ত্র চলমান : উপদেষ্টা আদিলুর

গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ারমান চলছে। আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান। ফ্যাসিবাদ বারে বার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। ৫ই আগষ্টের লক্ষে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অন্তবর্ত্তীকালীন সরকরের এ উপদেষ্টা বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। সেই অধিকার আদায়ে সংগ্রাম দমন করে। ফেরেস্তার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত হয়েছিল।

এ উপদেষ্টা আরও বলেন, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ামান চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গৃহায়ণ মন্ত্রাণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

পড়ুন: জয়পুরহাটে টিসিবির মালামাল চুরি মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেখুন: গা/জা দখলের প্রথম ধাপে ইসরায়েলের গ/ণ/হ/ত্যা শুরু | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন