মিয়ানমার থেকে পণ্য বিনিময়ের আড়ালে মাদক পাচারকালে খাদ্যসামগ্রী ও অন্যান্য দ্রব্যাদিসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে পাচার করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জনকে আটক করা হয়।
আটককৃত পাচারকারী, জব্দকৃত মালামাল ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ


