গ্রামীণ দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে জামালপুরে ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার সকালে সদর উপজেলার দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী দোস্ত এইডের উদ্যোগকে যুগোপযোগী ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেন,
“চাকরির জন্য হাহাকার না করে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। দোস্ত এইডের এই অটোরিকশা শুধু যানবাহন নয়, এটি পরিবারগুলোর জন্য স্বপ্ন বুনন ও জীবিকা নির্বাহের শক্তিশালী হাতিয়ার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, “দোস্ত এইড বহু বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে। আজকের অটোরিকশা বিতরণ সমাজে বেকারত্ব দূরীকরণে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
প্রধান আলোচক দোস্ত এইডের হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী জানান,
“আমরা চাই প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল করে তুলতে। প্রতিটি অটোরিকশা একেকটি পরিবারের জন্য টেকসই আয়ের উৎস হয়ে উঠবে।”
প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দেউরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, মিডিয়া অফিসার সাজু মিয়াসহ সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অটোরিকশা হাতে পেয়ে পরিবারগুলো ভবিষ্যৎ স্বপ্নের কথা তোলে ধরে বলেন, “আগে ভাড়ায় অটোরিকশা চালিয়ে বড় অংশ মালিককে দিতে হতো। এখন নিজের অটোরিকশায় পুরো আয় সংসারে খরচ করতে পারব।এই সহায়তা শুধু জীবিকার নয়, আমার সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ারও সুযোগ করে দিয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা উন্নয়ন, পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ, ছানি অপারেশন, খাদ্য সহায়তা ও মসজিদ নির্মাণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে। ইতোমধ্যেই সংগঠনটি প্রায় ২০ লক্ষাধিক মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে বলে জানা যায়।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসন: বিএনপিতে প্রার্থীজট, জামায়াতের একক প্রার্থী
দেখুন: দখলদারের কবলে মিরপুর বেড়িবাঁধ, রাজস্ব হারাচ্ছে সরকার
ইম/


