১৫/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার( ৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র‍্যালী নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটেন নেতাকর্মীরা।

জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয় সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

এসময় তিনি বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন দলের লোকজন বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ঠাই এই খাগড়াছড়িতে হবেনা। তারা দেশের ও জনগণের জন্য অভিশাপ। তাদের বিতাড়িত করতে হবে। আগামী নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে। মহিলা দল খুব সক্রিয়ভাবে কাজ করছে নির্বাচনকে সামনে রেখে। আমি চাই তারা মানুষের ঘরে ঘরে গিয়ে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে আরো জোড়ালোভাবে কাজ করে যাবে।

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আফছার।

আয়োজিত অনুষ্ঠানে, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, কংচাইরি মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন: ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমীন, সম্পাদক পয়গাম আলী

দেখুন: নরসিংদীর বায়তুল ফাতাহ্ জামে মসজিদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন