১৫/০১/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনা পদ্ধতি’র বিশেষ ক্যাম্প, স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সহযোগিতায় এই সমাবেশ ও ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সদস্য নিটোল মনি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলার গ্রিন হিলের চেয়ারপার্সন টুকু তালুকদারসহ জেলা পরিষদের সদস্যরা।

মা সমাবেশে বক্তারা মা ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনার সুফল, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, নিরাপদ মাতৃত্ব, এবং ছেলে-মেয়ে উভয় সন্তানের সমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। আয়োজকরা অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

এই ধরনের সমাবেশ মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পারিবারিক কল্যাণ, এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

পড়ুন: যশোরের টিটিসিতে তাকামুল পরীক্ষা: প্রবাস যাত্রার নতুন দিগন্ত

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন