সরকার পতনের পর পরিবর্তনের জোরালো দাবি উঠেছে ক্রীড়াঙ্গনে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের দাবি করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন তিনি। দাবি করেছেন ক্রিকেট বোর্ডের রদবদলের।
নাজমুল হাসান পাপনের নেতৃত্বে গত এক যুগ ধরে পরিচালিত হচ্ছে ক্রিকেট বোর্ড। পেশাদারিত্বে কমতি, অদক্ষতা আর নিয়ম-শৃঙ্খলায় ব্যাপক ঘাটতির কারণে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে কাঙ্ক্ষিত উন্নতি করতে ব্যর্থ বিসিবি।
অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ্বতাও অনিয়ম সঙ্গী হয়ে আছে। কাজেই ক্রিকেটপ্রেমীদের একটা অংশ ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সোচ্চার। সেই তালিকায় এবার যুক্ত হলেন এক সময়ের তারকা পেসার রুবেল হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রুবেল বলেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে, অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’
এখানেই ক্ষান্ত হননি রুবেল। বদল চেয়েছেন কোচের পদেও। লিখেছেন, চন্ডিকা হাথুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চান না।
এর আগে ব্যাটার ইমরুল কায়েসও জানান ক্ষোভ। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ এই ওপেনারের।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। ইতোমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুরও করা হয়েছে বলে জানা গেছে। একইভাবে বিসিবি পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন।