নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ভ্রমণে আসা চারজনের ওপর পরিকল্পিত ডাকাতির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খালাজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, চার বন্ধু দুপুরে খড়মপুর মাজার ভ্রমণে আসেন। বিকেলে তারা রজনীগন্ধা হোটেল থেকে ভাড়া করা অটোরিকশায় আখাউড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছিলেন। একপর্যায়ে প্রথম চালক অটোরিকশা বিকল হওয়ার অজুহাত দেখিয়ে যাত্রীদের আরেক চালকের হাতে তুলে দেন।
নতুন চালক তাদের ঘোরাতে ঘোরাতে সন্ধ্যার দিকে বাইপাস সড়কের নির্জন স্থানে নিয়ে গেলে ১৫-১৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এসময় মারধর ও ভয়ভীতি দেখিয়ে চারটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, তিনটি মানিব্যাগে থাকা ২৭ হাজার টাকারও বেশি নগদ অর্থ, কাগজপত্র, ব্রেসলেট, ঘড়ি, ব্লুটুথ হেডফোন, টর্চলাইট ও একটি গিটার লুটে নেয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সজিব (২৫) ও অটোরিকশা চালক ইলিয়াছ মিয়া (৩৬) কে গ্রেপ্তার করে। পরে সজিবের স্বীকারোক্তি অনুযায়ী তারাগন এলাকার একটি দোকান থেকে লুট হওয়া গিটার উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় নামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: নাটোরে সাবেক এমপির পুকুরে বিষ প্রয়োগ, মেরে ফেলা হলো বিপুল পরিমাণ মাছ
দেখুন: পাখিদের জন্য ছেড়েছেন নিজের ৬ বিঘা জমি
ইম/


