সরকার পতনের খবরে দেশজুড়ে উল্লাস হলেও, পুলিশ হত্যার ঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুরে থমথমে পরিস্থিতি। আন্দোলনকারীরা বলছেন, অতি উৎসাহী হয়ে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে পুলিশ। আর পুলিশের দাবি আন্দোলনকারীরাই অতর্কিত হামলা চালিয়েছে।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার বিক্ষোভকারীদের হামলার পর, যে যার মতো পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য। কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউবা আবার জঙ্গলে আশ্রয় নেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।
সেদিনের ঘটনায় মারা যান ১৫ পুলিশ সদস্য। গুলিতে প্রাণ যায় ৩ আন্দোলনকারীরও। স্থানীয়দের দাবি, পুলিশের অতিউৎসাহী মারমুখি আচরণের কারণেই ঘটেছে এ ঘটনা।
ঘটনার পর থেকেই এনায়েতপুরজুড়ে থমথমে অবস্থা। সরকার পতনের খবরে পুরো দেশ আনন্দে মাতলেও, এয়ানেতপুরবাসী আছেন আতঙ্কে।
তবে পুলিশ বলছে, আত্মসমর্পণ করতে চাইলেও আন্দোলনকারীর কথা শুনেননি। চার থেকে পাঁচ হাজার লোক থানা ঘিরে আক্রমণ চালায়।
আহত পুলিশ সদস্যদের অভিযোগ, সেদিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও, তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।