ক্রীড়াঙ্গন যেনো রাজনৈতিক মানুষের আখড়া। বিভিন্ন ফেডারেশন ও সংস্থায় বসানো হয়েছে দলীয় লেবাসধারীদের। যাদের দাপটে কোনঠাসা হয়ে থাকতে হয়ে প্রকৃত ক্রীড়া সংগঠকদের। ক্রিকেট ও ফুটবলের সাবেক তারকারা চান, এবার ইতিবাচক পরিবর্তন আসুক।
সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। খেলাধুলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও ক্রীড়াঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজন। এখন মানুষ পরিবর্তন চায়।
বিসিবিতে নাজমুল হাসান পাপনের আধিপত্য প্রায় এক যুগের। পরিচালদের প্রায় সবাই আওয়ামী ঘরানার। তাদের স্বজনপ্রীতিতে ক্রিকেটে চলেছে নজিরবিহীন অনিয়ম।
এবার খেলার অঙ্গন রাজনীতিকমুক্ত হোক। এমন একটা বিসিবি দেখতে চান সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার চাওয়া মেধাবীদের হাত ধরেই এগিয়ে যাক দেশের ক্রিকেট।
ক্রিকেটের মতো ফুটবলেও কাজী সালাউদ্দিনের আধিপত্য। দিনের পর দিন অবনতি হয়েছে দেশের ফুটবল। র্যাংকিংয়ে পেছানোর পাশাপাশি নেই তেমন অর্জন।
ফুটবলেও পরিবর্তন চান সাবেকরা। পরিকল্পনা আর রাজনীতিবিহীন মানুষকেই দেখতে চান তারা।
সরকার পতনের পর হামলা, ভাঙচুর হচ্ছে দেশের বিভিন্ন ক্লাবে। এসব বন্ধ করতেও আহবান জানান সাবেক তারকা ক্রিকেটার ও ফুটবলাররা।