১৪/০১/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসন করলেন তেতুলিয়া বিএনপির নেতা কর্মীরা

অতিবৃষ্টির কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ির ইউনিয়নের হারাদিঘী গ্রামে প্রায় ২০ টি পরিবার ১ সপ্তাহ ধরে পানিবন্দি। জলাবদ্ধতা নিরসনে তেঁতুলিয়া উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করে জলাবদ্ধতা নিরসন করেছেন।

২০ পরিবারের পানিবন্দির খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। জলাবদ্ধতা নিরসনের উদ্যেগ নিয়ে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে ওই এলাকায় পাঠান। নেতাকর্মীরা নিজেরা কোদাল ঢাকি দিয়ে মাটি সরিয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দুর করেন।

বৃহস্পতিবার সকাল (১৮ সেপ্টেম্বর) গ্রামে পানিবন্দি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির নেতা কর্মীরা। স্থানীয়রা জানায়, হারাদিঘী- লালগছ সড়কে একটি কালভার্ট ছিলো। বর্ষার সময় কয়েকটি গ্রামের পানি প্রবাহিত হয়ে আসছিল এই কালভার্টি দিয়েই, এলাকার কিছু মানুষজন জমি কিনে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পানি চলাচলের জায়গা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। পানি সরে যাওয়ার মতো ছোট রিং কালভার্ট থাকলেও সেটা দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সেখানেও শুরু হয় জলাবদ্ধতা। এরই মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করে।

ইউপি সদস্য মো: তারিফ হোসেন (প্রধান) বলেন, গত ২ বছর থেকে এই কয়েকটি পরিবার বর্ষার মৌসুম পানিবন্দি হয়ে পড়ে। সাবেক ইউএনও মহোদয় একটি ইউড্রেনের ব্যবস্থা গ্রহণ করার কথা আশ্বস্ত করেছিলেন। তিনি চলে যাওয়ার পর সেটা আর হয়নি। বিএনপির নেতা কর্মীরা একটি ভালো উদ্যোগ নিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু জানান, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে আমাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন