জামালপুর জেনারেল হাসপাতালের ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। হস্তান্তরের আগেই এতে দেখা দিয়েছে অর্ধশত ফাটল। ভবন নির্মাণে অনিয়মের বিস্তর অভিযোগ স্থানীয়দের। তবে কর্তৃপক্ষের দাবি, এসব ফাটলে বড় কোন সমস্যা নেই।
জামালপুরে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ভবন নির্মাণে গেলো অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয় গণপূর্ত বিভাগ। স্থানীয় ঠিকাদার নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু হস্তান্তরের আগেই দেখা দিয়েছে অসংখ্য ফাটল।
ছাদ ফাঁটল দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে। এতে নষ্ট হয়েছে এক্সরে রুমের একটি এসি। ঠিকাদারের অতিলোভ ও গণপূর্ত বিভাগের তদারকির অভাবে এই দশা, অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মন্তব্য পাওয়া যায়নি। তবে ফাটলগুলি ঢাকার কাজ করছে তারা।
সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ফাটলগুলোতে বড় ধরনের কোন সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলে মনে করেন গনপূর্ত বিভাগের কর্মকর্তা।
এই ভবনে রোগীদের এক্সরে, ইকোকার্ডিওগ্রাম, এন্ডোস্কোপি, ইসিজি সেবা দেয়া হচ্ছে। ঝুঁকিমুক্ত, টেকসই ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি বরাদ্দ সঠিকভাবে কাজে লাগবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।