১৫/০১/২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগ শেষ করা ১৮ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। পরে বিভিন্ন মেয়াদে দেওয়া সাজা ভোগ শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে।

পুশইন হওয়া ব্যক্তিরা হলো-পটুয়াখালীর পুকুরজান গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে মেহেদী (২৫), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘুঘরাঘাট গ্রামের নুর ইসলামের মেয়ে নূর জাহান (৩২), নড়াইলের কালিয়া থানার বারানাইল গ্রামের ইশারাত শেখের ছেলে ফরিদ শেখ ফারিদ শেখ (২৭), ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের জুলহাস মন্ডলের ছেলে জিসান মন্ডল (১৯), একই থানার লাহিঘাটা গ্রামের হাদিস ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮), মাদারীপুরের ছোটদুর থানার মৃত আব্দুল সাত্তার বেপারীর ছেলে খোকন বেপারী (৪১), একই থানার মিরালান্ডি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ফকিরের ছেলে মহিউদ্দিন ফকির (২৭), সাতক্ষীরার কালীগঞ্জ থানার শিয়ারা গ্রামের আশান ঢালীর মেয়ে মাজিদা ঢালী (৩৭), একই জেলার তালা থানার গঙ্গারামপুর গ্রামের রবিন/রহিম ঘোষের ছেলে মিঠুন ঘোষ (৩২), ভবানীপুর থানার শাটানি গ্রামের মৃত মাহিদুল ইসলামের ছেলে স্বামীম হোসেন (২৮), শিকারী গ্রামের মৃত আজার আলী গাইনের ছেলে খালিদা সারদার (৪৩), রাজশাহীর পাবদাগারী থানার মহব্বতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৬), যশোরের মূলগ্রামের আমিনুদ্দিন খা এর ছেলে আহমেদ আলী (৩৭), মৌলভীবাজারের রাইশিরে গ্রামের মৃত পুতুল দেব ছেলে লিটন দেব (৩৪), একই জেলার খাসবাগান গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে মিলন কুমার বিশ্বাস (২৫), চট্টগ্রামের রাউজান থানার পুর্ব গুজরা গ্রামের মৃত কৈল মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৫), মিরপুর গাবতলীর মৃত নারায়ণ চন্দ্র রাজবংশীর ছেলে সাধিন রাজবংশী (৫০), এবং কুষ্টিয়ার ভাটাপাড়া গ্রামের আলতাব শেখের স্ত্রী নাসিমা শেখ (৪১)।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারীসহ ১৮ জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হবে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

এসময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

পড়ুন: বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে: ড. বদিউল আলম মজুমদার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন