কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, আগে জামায়াত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন আওয়ামী লীগ জামায়াতের লুঙ্গির নিচে”। তিনি বলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হযরত মোহাম্মদ (স.) ইসলাম, কোরআনের ইসলাম।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলনে জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন প্রমুখ।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে। ওদের অপকর্ম থেকে জনগণকে সর্তক করতে হবে। মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে মিথ্যাচার করছে। তারা একটা মুনাফেক দল। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোন মিটিং করে তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সকল পর্যায়ের লোকজন সাপোর্ট করবে।
সম্মেলন শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়।
পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
দেখুন: এক্স গ্রুপ চেইন রেষ্টুরেন্ট এর উদ্যোগে রমাদান ও ঈদ ফেষ্টিভ্যাল চলছে
ইম/


